২৯ আগস্ট রবিবার সকালে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল এম এ মাদরাসার কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে শুরু হয় খতমে কুরআনের মধ্য দিয়ে।
পরে ঈসালে সাওয়াব মাহফিলে ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা এম এ জলিল ও সিলেট জেলা পূর্ব তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও একুশে টেলিভিশনের ইসলামী আলোচক মাওলানা ছরওয়ারে জাহান।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা হারুনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা সহ সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শরীফ উদ্দিন, মুহাম্মদ ফখরুল ইসলাম, তালামীযের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মহসিন, অফিস সম্পাদক শাহ হোসাইন মোহাম্মদ বাবু, বিশিষ্ট সমাজসেবক ডা. জাকির হোসেন, কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি আহাদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সহ-সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আবু বকর মো. নূরী, প্রচার সম্পাদক এম জি জাকারিয়া চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ নেওয়াজ, মাওলানা আব্দুস শাকুর, মাওলানা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা পূর্ব তালামীযের সহ-সভাপতি এম শাহজাহান ছাদী, সহ-প্রচার সম্পাদক আব্দুল মালিক, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, নির্বাহী সদস্য হাফিজুল ইসলাম কুদ্দুছ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মাওসুফ, সহ-সভাপতি দেওয়ান মাহমুদ রিমন, সাধারণ সম্পাদক জামিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, মাওলানা শামসুদ্দোহা খানের ছোট ভাই পাভেল খান, প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল এম এ মাদরাসার উপাধাক্ষ্য মাওলানা এম এ ওহাব।
ঈসালে সাওয়াব মাহফিলের অন্যতম কর্মসূচি হিসেবে বাদ যোহর হযরত শাহ মালুম র. মাজার ও মাওলানা শামসুদ্দোহা খানের কবর জিয়ারত করেন সংগঠনের নেতাকর্মীরা।