উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ বলেছেন, শিক্ষার কোন বিকল্প নেই। সুশিক্ষা অর্জন করে দেশের ভাবমুর্তি উজ্জল করতে হবে। আমরা আমাদের সন্তানদের সুশিক্ষার মাধ্যমে স্বণির্ভর দেশ গড়ার হাতিয়ার হিসেবে দেখতে চাই।
বিগত ২৭ আগষ্ট শুক্রবার রাতে ছাতকের নতুন মইশাপুর সৌদী প্রবাসী শিমুলের বাড়ীতে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এনামুল ইসলাম পলাশের যুক্তরাজ্য গমণ উপলক্ষ্যে আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজ উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি এনামুল ইসলাম পলাশের উচ্চ শিক্ষা অর্জনের সফলতা কামনা করে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসার আহবান জানান। তিনি পলাশের উজ্জল ভবিষ্যত, সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা স্পোটর্স একাডেমী সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক ও আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি এডাভোকেট ছায়াদুর রহমান, ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন। সংবর্ধিত অতিথি আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এনামুল ইসলাম পলাশ।
আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের গ্রাফিক্স ডিজাইনার সামস্ উদ্দিন ও যুবলীগ নেতা পাবেল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা আনোয়ারুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন জামাল উদ্দিন, আনফর আলী, সামছুদ্দিন, সমছুল হক, মুহিবুর রহমান, চেরাগ আলী, রফিক মিয়া, এনামুল ইসলাম শিমুলসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সভাপত্বির বক্তব্যে জুনেদ আহমদ বিদায়ী এনামুল ইসলাম পলাশ কে বলেন আজকের বিদায় শুধু বিদায় নয় এটা তোমার উচ্চ শিক্ষার জন্য তোমার এই বিদায় প্রবাস জীবনের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করেন।
পরে সংবর্ধিত অতিতি এনামুল ইসলাম পলাশকে ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ এবং দেশ ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ারুল হক।