ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার ওভিডিপি পক্ষ থেকে আজ ২৬ (আগষ্ট)বৃহস্পতিবার মুজিব নবর্ষ উপলক্ষে ৬০ জন অসহায় আনসার ভিডিপির সদস্য মাঝে খাদ্য সহায়তা প্রধান করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোঃ মাহমুদুল হক। এসময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ। কৃষি কর্মকর্তা মুদ্রত কর।ফেঞ্চুগঞ্জ থানা অফিস্যার ইনচার্জ সাফাত হোসেন. ৪ নং উত্তর কোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু. উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষা মোচ্ছাঃ সেলিনা বেগম।এসময় অনন্যরা উপস্তিত থেকে খাদ্য বিতরণ করেন। এ সময় অতিথিগন বলেন মহামারি করোনা ভাইরাস (কোভিড১৯) কারণে উদ্ভুব সংকট মোকাবেলা বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের যথাযথ নির্দেশনা কার্যক্রমে অনন্য ভুমিকা রেখে যাচ্ছে এবং মহাপরিচালক মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনা আলোকে দেশের এহেন ক্রান্তিলগ্নে এাণ বিতরণ সহ বিভিন্ন জনহিতকর কাজে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেঞ্চুগঞ্জ উপজেলা সকল সদ্যসরা সক্রিয় অংশগ্রহনে মাধ্যমে সর্বস্তরের জনগণের কল্যানে কাজ করে যাচ্ছে।