সিলেট সদর উপজেলার মানবিক ও সামাজিক সংগঠন ”বৃহত্তর দশগ্রাম রক্তদান সমাজ কল্যাণ সংস্থা”র উদ্যোগে, আগামী ২৮-০৮-২০২১ইংরেজি শনিবার মৌলভীরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
মৌলভীরগাওঁ নিবাসী, মরহুম কামারুজ্জামান জামাল এর রুহের মাগফেরাত কামনায়, মরহুম জামাল আহমেদের ছোটভাই সৌদি প্রবাসী শেরুজ্জামানের সার্বিক সহযোগিতায় সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন চলবে। এতে “বৃহত্তর দশগ্রাম রক্তদান সমাজ কল্যাণ সংস্থার” সকল সদস্য, দায়িত্বশীল বৃন্দের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন বৃহত্তর দশগ্রাম রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি জুবায়ের আহমেদ।