ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের মো. শাহ নেওয়াজ এর মোটরসাইকেল আজ সোমবার বিকেলে ফেঞ্চুগঞ্জ সামাদ প্লাজার সামনে থেকে তার মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেল চুরি হওয়ার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে।
গাড়ি নং – সিলেট খ ১৪-৯১২৭ গাড়িটি চুরি হয়।
এ ব্যাপারে গাড়ির মালিক ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ নেওয়াজ জানান, আমি গাড়িটি রেখে আমার ব্যক্তিগত কাজে সামাদ প্লাজার ভেতরে ঢুকি। রাইরে এসে দেখি গাড়িটি নেই। এরপর আমি ভবন কতৃপক্ষের সাথে আলাপ করে সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারি আমার গাড়ি কেউ একজন চুরি করেছে। এ বিষয়ে আমি ফেঞ্চুগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেব।