সিলেট সদর উপজেলার উত্তর সদর নামে খ্যাত হাটখোলা ইউনিয়নের শিবের বাজার সংলগ্ন রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক, পাইকরাজ গ্রামের কৃতি সন্তান সবার প্রিয় শ্রদ্ধেয় হাবিব স্যার ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযার নামায আজ বাদ যোহর দূপুর ২.০০ ঘটিকায় রাজারগাঁও দারুল উলুম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জনাব হাবিব আহমদ স্যার হলেন, মরহুম শায়খ আব্দুল ওয়াহিদ (রহঃ) এর সুযোগ্য কনিষ্ঠ সন্তান। এই মহান শিক্ষা গুরু তাঁর বর্ণাঢ্য আলোকিত জীবন সমাপ্ত করেছেন,তিনি ছিলেন সকলের অভিভাবক ও এলাকার কৃতি সন্তান। হাবিব স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উনার ছাত্র হাটখোলা ইউনিয়নের সাবেক মেম্বার এটিএম সেলিম উদ্দিন। শোক সন্তপ্ত পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।