ফেঞ্চুগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিক ভাবে আহত যাত্রীদের নাম- ও পরিচয় পাওয়া যায়নি।
আজ ১৭ (আগস্ট)মঙ্গলবার সকালে উপজেলার মাইজগাঁও-পালবাড়ি সড়কের ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ভাটেরা থেকে ছেড়ে আসা সিলেট গামী ‘মায়ের দোয়া পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ৫ জন যাত্রী আহত হয়।
ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সুকুমার সিংহ বলেন, সকালে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ দুর্ঘটনা বাস চালক মিলন মিয়া অক্ষত রয়েছেন। তবে বাসে থাকা ৫ জন যাত্রী আহত হয়েছেন।
জালালাবাদ /জুয়েল