The elections Sylhet 3
সিলেট ৩ আসনের উপ-নির্বাচন আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। এ আসনে উপনির্বাচনে অংশ নিতে ইতমধ্যে নিবন্ধিত দলগুলোর মধ্যে চুড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। এরমধ্যে রয়েছেন দুই স্বতন্ত্র প্রার্থী।
বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগ মনোনয়ন দিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা থেকে হাবিবুর রহমান হাবিব কে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টিও দক্ষিণ সুরমা উপজেলা থেকে আতিকুর রহমান আতিক কে দলীয় মনোনয়ন দিয়েছে। আবার একই উপজেলা থেকে ১৩ জুন রবিবার সাবেক বিএনপির সাংসদ শফি চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে একইদিন খেলাফত মজলিস প্রার্থী (হেফাজত) থেকে নির্বাচন বর্জন করেছেন মাওলানা দেলোয়ার হোসেন।
অন্যদিকে বালাগঞ্জে নেই কোন প্রার্থী। ফেঞ্চুগঞ্জ থেকে একজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে রয়েছেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। এক কথায় ফাকা মাঠেই খেলতে হচ্ছে তাকে।
ভোটের মাঠে জরিপ আলাদা। আসে বারে বারে চমক। সেই আঙ্গিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ভোটাররা চাইবে সাংসদ নিজ এলাকায় রাখতে। যা হয়ত ঘটে যেত যদি প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর সহধর্মিণী আ.লীগ থেকে মনোনয়ন পেয়ে যেতেন। কিন্তু তিনি না থাকাই একদম একাই ফেঞ্চুগঞ্জ – বালাগঞ্জ নিয়ে আশাবাদী হতে পারবে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।
এ প্রসঙ্গে – জালালাবাদ ভিউ-কে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, আমি জনতার প্রতিনিধি। কোন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচনে আসিনি। আমি এসেছি জনগণের সেবা করতে।
অন্যদিকে দক্ষিণ সুরমায় একই উপজেলার মধ্যে তিন হেভিওয়েট প্রার্থী থাকায় সেখানে ভোটের কাড়াকাড়ি স্বাভাবিক। সেই কারণে যদি বালাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জে একক অবস্থানে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী দখলে মরিয়া হন তবে ফলাফল হয়ত উল্টো দিকে ঘুরবে।
[ভোটের মাঠে ‘ তৃতীয় পর্বে থাকছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপির সাংসদ শফি চৌধুরী]