বাংলাদেশ ক্রিকেট দলের সিলেট বিভাগের খেলোয়াড় তৌফিক খান তুষারের বাবা মাহবুব আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭ টা ১০ মিনিটের দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রাজনপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। ২ পুত্র সন্তানের জনক ছিলেন তিনি। মাহবুব খান ফেঞ্চুগঞ্জ বাজারের প্রবীণ ব্যাবসায়ী ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকির মন্টু।
তিনি এক শোক বার্তায় উল্লেখ করেন – তিনি ছিলেন একজন প্রবীন ব্যক্তিত্ব এবং তুষার সিলেট সহ সারাদেশে ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ফেঞ্চুগঞ্জের নাম উজ্জ্বল করছে। একজন ক্রীড়াবিদের পিতা হিসেবে আমি তার প্রতি সম্মান প্রদর্শন করে তাহার আত্মার মাগফিরাত কামনা করি।
জালালাবাদ /৬৭৯০৪