কুনু মিয়া বলেন, ‘সিলেট- ৩ আসন সবসময় জাতীয় পার্টির দখলে ছিল। এ আসনের জনসাধারণ হুসেইন মুহাম্মদ এরশাদকে মনেপ্রাণে ভালোবাসেন। ইতোপূর্বে এরশাদের আদর্শে লালিত মানুষ তা প্রমাণ করে দিয়েছেন, এবারও তা করে দেখিয়ে দেবেন বলে বিশ্বাস করি।’
তিনি এই সংকটময় মুহুর্তে সকল নেতাকর্মীদের ধৈর্য্য ধারণ করে সকল হিংসা-বিদ্বেষ ভূলে গিয়ে সহমর্মিতা ও সম্প্রতি বৃদ্ধির চেষ্টা করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। নেতাকর্মীদের নিজের সুরক্ষা রেখে স্বাস্থ্যবিধি মেনে সভা সমাবেশ করার বিশেষ অনুরোধ করেন তিনি।
বিজ্ঞপ্তি

