দেশজুড়ে করোনা মহামারী বৃদ্ধি অব্যাহত থাকায় এবং সরকার ঘোষিত লকডাউন এর কারনে সিলেটে বসবাসরত দোয়ারা বাজার উপজেলার গরীব অসহায় মানুষের মধ্যে দোয়ারাবাজার সমিতি সিলেট এর পক্ষ থেকে ঘরে ঘরে খাদ্য সামগ্রী আজ গতকাল সন্ধ্যায় চরম বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সিলেট শহরে বসবাসরত দোয়ারাবাজার উপজেলার গরীব অসহায় মানুষের মাঝে পৌছে দেওয়া হয় ।
দোয়ারাবাজার সমিতি সিলেট এর সভাপতি মাসুক আহমদ তাহের ও সাধারন সম্পাদক দেওয়ান রুশো চৌধুরীর নেতৃত্বে উক্ত কার্যক্রমে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দোয়ারা বাজার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুক রানা, মোঃ আব্দুল মুছাব্বির, ক্রীড়া সম্পাদক হরিধন দাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন, সহ দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন লিলু, সহ সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য বিল্লাল হোসেন, এমরাজুল হক প্রমুখ।
দোয়ারা বাজার সমিতির নেতৃবৃন্দ বলেন আমরা সবসময় গরীব অসহায় মানুষের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ। আমাদের মিশন ও ভিশন আগামীতেও অব্যাহত থাকবে।