স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৯টার দিকে এক প্রেমিকাকে নিয়ে কাড়াকাড়ি শুরু করেন চরসুঙ্গর গ্রামের মো. আদম আলী বাইদার ২১ বছরের ছেলে মো. মোতালেব হোসেন বাইদা ও পাশের আড়ালিয়া গ্রামের তমছের আলীর ছেলে মো. উজ্জ্বল হোসেন। একপর্যায়ে তা চতুর্মুখী সংঘর্ষে রূপ নেয়।
অপরদিকে এ ঘটনায় সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে লিপ্ত হয় গ্রামবাসীও। এ সময় মো. আবু তালেব হোসেন, মো. খোকন মিয়াসহ দুজন মারাত্মক জখমসহ ২০ জন আহত হন।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন গ্রামপুলিশ তারা মিয়া। কিন্তু ব্যর্থ হয়ে বিষয়টি ধামরাই থানা পুলিশকে জানান তিনি। পরে সঙ্গীয় ফোর্সসহ বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে যান এসআই মো. বদিউজ্জামান। তাদের ওপরও হামলা চালায় ক্ষুব্ধ গ্রামবাসী। এরপর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া আটজনকে আটক করা হয়।
আটকরা হলেন- টিম লিডার মো. উজ্জ্বল হোসেন, ইব্রাহিম মিয়া, মনোয়ার হোসেন, দ্বীন ইসলাম, আলামীন হোসেন, তমছের আলী, মোহন মিয়া ও মুনছের আলী।
জালালাবাদ / জুয়েল /৫৭৯৯৪