সিলেট বিভাগে গত ২৪ ঘন্টার মধ্যে করোনায় ১৩ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ১২ জন সিলেটের ও বাকি একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া গেল ২৪ ঘন্টায় বিভাগে আক্রান্ত সনাক্ত হয়েছেন আরও ৭৩১ জন। আর সুস্থ হয়েছেন ২৫৩ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ১৩ জনসহ এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬১ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬০৯ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৬১ জন মারা গেছেন।