সিলেটে দিনদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত হয়ে প্রাণহানি। গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে । এসময়ে বিভাগে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৪ জন।
আজ সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।