সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার করোনা পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।
আক্রান্তের হার বাড়ছে করোনা পরিক্ষায়।
কিন্তু উপজেলায় একটি মাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রুগীদের জন্য রয়েছে মাত্র ৫টি শয্যার আইসোলোশন ইউনিট। যা খুবই অপ্রতুল।
করোনা রুগীদের সেবা বাড়াতে বেশ কিছুদিন থেকে সুধিমহল ও সামাজিক সংগঠনগুলো আলোচনা তুললেও হাসপাতাল কর্তৃপক্ষের কোন সাড়া মিলেনি।
কিন্তু আজ ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সিলেট ভিউয়২৪.কমের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি সাংবাদিক ফরিদ উদ্দিন আজমানি রবিবার তার ব্যক্তিগত ফেইসবুক একাউন্টে এ বিষয় নিয়ে একটি স্ট্যাটাস পোস্ট করেন। পোস্টে তিনি লিখেন –
নিরুপায় হয়ে দুইটা দাবি জানাতে চাই
১- ফেঞ্চুগঞ্জ সকল পিকনিক স্পট বন্ধ করুন।
ফুল স্টপ।
২– ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালের যেকোন ১টি তলা পুরোটাই করোনা রুগীদের জন্য বরাদ্দ চাই। প্রয়োজনীয় ডাক্তার নার্স অক্সিজেন, ঔষধ সহ।
সাংবাদিক ফরিদ উদ্দীনের এই স্ট্যাটাসে সহমত প্রকাশ করে মন্তব্য করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্ট্যাটাসটি নজরে আসে কর্তৃপক্ষের।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডঃকামরুজ্জামান মন্তব্য ঘরে লিখেন, ” আমি রাজি,তবে জনবল ডাক্তার, নার্স,সাপোর্টিং সংকট।
ডঃকামরুজ্জামানের আন্তরিক মন্তব্যে স্বস্তি আসে স্থানীয়দের মধ্যে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে করোনা রুগীদের সেবার পরিধি বাড়লে নানা দুর্ভোগ লাঘব হবে ফেঞ্চুগঞ্জ ও আশপাশ উপজেলার মানুষদের।