রাজনগর শাহজালাল লতিফিয়া ইবতেদায়ী হাফিজিয়া মাদরাসায় সৌদি প্রবাসী শেখ হাবিব সংবর্ধিত
ফেঞ্চুগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৌদি আরব প্রবাসী কমিউনিটি নেতা শেখ হাবিবুর রহমান হাবিবের শাহজালাল লতিফিয়া ইবতেদায়ী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসায় আগমন উপলক্ষে আলোচনা সভা, সসংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজনগর যাদুরগুল শাহজালাল লতিফিয়া ইবতেদায়ী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার পরিচালনা কমিটি।
৩১ জুলাই শনিবার সকালে মাদরাসার কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার পরিচালক শাহ হোসাইন মোহাম্মদ বাবু’র সভাপতিত্বে ও মাদরাসার সহযোগী শিক্ষক রুকন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাবিবুর রহমান হাবিব।
স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হওয়া সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- অতি অল্প সময়ে মাদ্রাসার অবকাঠামোর উন্নতি দেখে পরিচালনা পর্ষদের ভূয়সী প্রসংশা করেন এবং ভবিষ্যতে সকল উন্নয়নে নিজের অংশগ্রহণ অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যাক্ত করেন। তিনি মাদ্রাসার পার্শ্বে নবনির্মিত মসজিদে আবুবকর (রাঃ) (মাদ্রাসা মসজিদ) পরিদর্শন করেন এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আর্থিক অনুদানের আশ্বাস প্রদান করেন। রাজনগর উপজেলার পূর্ব যাদুরগুল (মফস্বল) এলাকায় প্রতিষ্ঠিত মাদ্রাসার সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান বিত্তবান ও প্রবাসীদের প্রতি। উল্লেখ্য, উনার অর্থায়নে সর্বপ্রথম উক্ত মাদ্রাসা ও এতিমখানায় কিচেন রুম প্রতিষ্ঠিত হয়ে বোর্ডিং এর যাত্রা শুরু হয়। আলহামদুলিল্লাহ প্রায় ২৫/৩০ জন শিক্ষার্থীর অদ্যাবধি এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে উনাদের দান-খায়রাতে।
অনুষ্ঠান শেষে তিনি মাদরাসার নব নির্মিত (চলমান) হযরত আবু বকর রা. মসজিদ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন -মাদরাসার সহযোগী পরিচালক মো. শাহ নেওয়াজ, জায়েদুল ইসলাম জায়েদ,মো. শাহজাহান ছাদী, হাফিজুল ইসলাম কুদ্দুছ, মাদরাসার শিক্ষক মাও. কয়েস আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – নজির আলী রুবেল, রাজনগর শাহজালাল লতিফিয়া ইবতেদায়ী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার শিক্ষক মাওলানা শিহাব আহমদ, হাফিজ রাসেল আহমেদ, মাওলানা ইকবাল আহমেদ, সহ ইয়াবর আলী, হাবিবুর রহমান, প্রমুখ।
অনুষ্ঠানে শেখ হাবিবুর রহমান হাবিব-কে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্যরা।
উল্লেখ্য – শেখ হাবিবুর রহমান হাবিব মাদরাসার উপদেষ্টা হিসেবে নিয়মিত মাদরাসার উন্নয়ন সহ শিক্ষামূলক কাজের সাথে জড়িত রয়েছেন।
অনুষ্ঠান শেষে দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জালালাবাদ /জুয়েল /৫৭৮৯