সিলেট অঞ্চলে দিনদিন করোনার প্রভাব বিস্তার লাভ করছে গত ২৪ ঘন্টায় একদিনের শনাক্তে ফের রেকর্ড হয়েছে।
সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন আরও ৮০২ জন। যা একদিনে সিলেটে সর্বোচ্চ শনাক্ত। এই সময়ে ১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।
আজ (৩০ জুলাই) শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেট বিভাগে আজ আরও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মৃত্যু বরণ কারীদের মধ্যে সিলেট জেলার ১৪ জন এবং মৌলভীবাজার জেলার ৩ জন বাসিন্দা রয়েছেন।
এনিয়ে সিলেট বিভাগে ৬৮৪ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। তাঁদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৪৬ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ জন এবং মৌলভীবাজার জেলায় ৫৯ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় শনাক্ত ৮০২ জন রোগীর মধ্যে ৪৬৪ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১২১ জন, হবিগঞ্জের ৫১ এবং ১৬৬ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন।