বাংলাদেশ আওয়ামীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেছেন, যারা দলের সাথে বিদ্রোহ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হবে। যারা ভেতরে আওয়ামীলীগ আর বাইরে বিরোধিতা করে তাদের আওয়ামীলীগ কখনো সুযোগ দেবে না। আওয়ামীলীগ একটি ঐক্যবদ্ধ দল, সুতরাং দলের সাথে বেঈমানী যারা করবে তাদের আ.লীগে প্রয়োজন নেই।
তিনি বলেন, এই সময় উদাহারন সরুপ হিসাবে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি নীলাদ্রি শিখর পুরকায়স্থ, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মো. মুতাসিরল ইসলাম, সাবেক ছাত্রনেতা ছিল। কিন্তু শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করায় এবং দলের বিরুদ্ধে নির্বাচন করায়- নবগঠিত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার আনন্দ মেলা কমিউনিটি সেন্টারে সিলেট ৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব এর নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, খন্দকার মোশতাক অনুসারীদের আওয়ামীলীগে স্হান দেওয়া হবে না, নির্বাচনে সকলকে একৈবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করায় লক্ষ্যে আহবান জানান।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এড. জাহাঙ্গীর কবির নানক।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল এর পরিচালনায় অনুষ্টিত কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, সাইফুল ইসলাম রুয়েল, এ আর সেলিম, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজু আহমদ রাজা, আব্দুল কাদির খান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুদ্দিন বাদল, শাহ মুজিবুর রহমান জকন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ এনামুল হক, সাইফুল আলম, আব্দুল মতিন, শহিদুর রহমান রুমান, নাজমুল ইসলাম, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, হাজী আবু মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ্, যুগ্ম সম্পাদক মাহবুবুল ইসলাম চৌধুরী মিসলু, দিদারুল আলম নিমু, সালাহউদ্দিন পারভেজ, সুজন উদ্দিন খান, ফাহিম আহমদ শাহ্, মুহিত হোসেন শাহ্ , রায়হান আহমদ শাহ্ – প্রমূখ।
জালালাবাদ /জুয়েল /৫৬৮৮