সিলেটের বিশিষ্ট আলেম, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের শায়খুল হাদিস আল্লামা সাদ উদ্দীন ভাদেশ্বরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বিকাল বিকাল ৪টায় সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গহরপুর জামিয়ার প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আল্লামা সাদ উদ্দীন ভাদেশ্বরী বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি সপ্তাহখানেক ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।
তার মৃত্যু তে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশন সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু।
তিনি এক শোক বার্তায় বলেন, তিনি ছিলেন হাজারো আলেম উলামাদের উস্তাদ। তিনি ইসলামের খেদমতে নিজেকে আজীবন বিলিয়ে দিয়ে গেছেন। আমি তাহার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং শোকাভিভূত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি।