বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রবাসীদের সমন্বয়ে গঠিত “প্রবাসী যুব সমাজ পালপুর” এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলীনগর পালপুরের ২০ টি হতদরিদ্র পরিবার কে নগদ এক হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা প্রদান করা হয়। গতকাল ১৯ জুলাই ২০২১ইং রোজ সোমবার আলীনগর পালপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উল্লেখিত অর্থ প্রদান করা হয়।
উপস্থিত শুভাকাঙ্ক্ষীগণ প্রবাসী যুব সমাজ পালপুর সহ দেশের সকল প্রবাসীদের কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান, পাশাপাশি বাংলার রেমিট্যান্স যোদ্ধাদের এমন মহৎ কাজের ধারাবাহিকতা রক্ষা এবং বৈশ্বিক মহামারি থেকে সৃষ্টিকূলের মুক্তি চেয়ে মহান আল্লাহ তায়ালার শাহানশাহী দরবারে মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।