পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সদর উপজেলাবাসী সহ দেশের ধর্ম- বর্ণ নির্বিশেষে সকল শ্রেনি ও পেশার জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সদর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সদর উপজেলা উন্নয়নের রুপকার, জননেতা আলহাজ্ব আশফাক আহমেদ।
তিনি বলেন ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে মানুষ সাম্য মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।
তিনি আরও বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধন লাভ করুক – এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি- খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সূখ শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি ত্যাগ এর মহিমায় মহিমান্বিত হোক।প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশের জনগনের উন্নতি ও অব্যাহত শান্তি কামনা করছি। আসুন আমরা সকল প্রকার স্বাস্থ্যবিধি অনুস্মরণের মাধ্যমে ঈদূল আযহা উদযাপন করি, মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের প্রতি রহম বর্ষিত করুন।