সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাতারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জাতীয় পার্টি কাতার শাখা।
১৬ই জুলাই রাতে দোহা’স্হ সুন্দরবন রেস্টুরেন্ট এ সংগঠনের কাতার শাখার সভাপতি আলহাজ্ব হাজি বশার সরকার এর সভাপতিত্বে এতে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন।
হোসাইন মোহাম্মদ এরশাদ এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন,কাতারস্হ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি কপিল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবু, সংগঠনের সহ সভাপতি আব্দুল মান্নান, মকবুল হোসেন, মেজবাহ উদ্দিন,শামীম আহম্মেদ, যুগ্মসাধারণ সম্পাদক সামসুদ্দিন,ফেঞ্চুগঞ্জ কল্যান সমিতির সহ-সভাপতি শেখ সাইকুল ইসলাম সহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ আনা মিয়া,ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি হাবিবুল ইসলাম এনাম, যুগ্ন সম্পাদক বদরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শেখ আকতার হোসেন সহ আরো অনেকে।
মরহুম এর স্মৃতিচারণ করে বক্তারা বলেন হোসাইন মোহাম্মদ এরশাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি থাকাকালীন বিভিন্ন যুগান্তরকারী কিছু সিদ্ধান্ত নিয়েছেন যার এদেশের মানুষ সব সময় তাঁকে স্মরণ করবে।উপস্থিত সবাই তার কর্মজীবন নিয়ে আলোচনা করেন এবং আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।
উল্লেখ্য তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ছাড়াও বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক সাংসদ, বিরোধীদলীয় নেতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন।
পরে কাতার ধর্মমন্ত্রনালয়ের ইমাম মাওলানা মোঃ ইউসুফ নূর তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।