২১ রোহিঙ্গাকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
আটকৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছে। তাদেরকে আজ সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজারের ঢাকা বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল বলেন, সকাল ১০ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয় পরবর্তীতে তাদেরকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারত থেকে কুলাউড়া সিমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
কুলাউড়া থেকে সিএনজিযোগে মৌলভীবাজার এসে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যেতে এখানে গাড়ির জন্য অপেক্ষা করছিলো।
এখন তারা থানায় রয়েছে।
তাদের ব্যাপারে এখন কোনো পদক্ষেপ নেওয়া হয় নি।