এর মধ্যে সিলেট রুটে চলবে ৭টি আন্তঃনগর ট্রেন। এগুলো হচ্ছে- পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস।

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই সময়ে শুধুমাত্র অনলাইনে টিকিট বিক্রি করা হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৫ জুলাই থেকে ২২ জুলাই স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। তবে ২৩ জুলাই সকাল ছয়টা থেকে পুনরায় আবারও চলাচলে বিধিনিষেধ কার্যকর হবে।

এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২২ জুন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার।