সিলেট ৩ আসনে উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী (লাঙ্গল মার্কায়) আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেছেন,জীবনের শেষ মুহূর্তে এসে আপনাদের নিকট আপনাদের এলাকার সন্তান হিসেবে একটাই চাওয়া – আমাকে একটি বার অন্তত সুযোগ দিন। আমাকে জাতীয় সংসদে আপনারা একবার পাঠিয়ে দেখেন আমি কথা রাখি কি না। আমি আপনাদের কল্যাণে কাজ করে যাব।
তিনি আরও বলেন – ফেঞ্চুগঞ্জে বিভিন্ন জায়গায় গ্যাস নেই, আমি নির্বাচিত হলে গ্যাসের ব্যবস্থা করে দেব। আরও উন্নত মানের রাস্তাঘাট – স্কুল কলেজ নির্মানের চেষ্টা করব। আমার জীবনে কিছু আর চাওয়ার নেই। আমি আপনাদের হক্ব বিনষ্ট করব না।
তিনি আজ রবিবার দুপুরে ফেঞ্চুগঞ্জের সেনেরবাজারে নির্বাচনী কার্যালয় উদ্ভোধন শেষে গণসংযোগ শেষে বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
পরবর্তীতে বিকেলে ফেঞ্চুগঞ্জ বাজারের পূর্ববাজার থেকে শুরু করে থানারোড হয়ে পশ্চিমবাজারে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে বিভিন্ন ওলী আউলিয়ার মাজার জিয়ারত শেষে পিটাইটিকর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন।
সন্ধ্যায় হযরত শাহ মালুম র. মাজার জিয়ারত শেষে ফেঞ্চুগঞ্জের বিয়ালীবাজার, আশিঘর গণসংযোগ ও অফিস উদ্ভোদন করেন। তিনি আজ ফেঞ্চুগঞ্জে মোট ৫ টি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।