বিশ্ব নোবেল করোনা ভাইরাসে জর্জরিত সারা বাংলাদেশ লক ডাউন অনেকে বাড়িতে অবস্থান কেউবা প্রশাসনের চোখের আড়াল করে তার কাজে তেমনি ভাবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের আলিমপুর গ্রামের বাসিন্দা শাহবাজপুর পূর্ব বাজারের এক পান ব্যবসায়ী মো:আবু জাহের পান দোকান খুলছেন, কাছে গিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন।
২০২০ সালের জানুয়ারিতে আমার পায়ে রড ডুকে ছিলো ফলে আমার ডান পায়ের হাঁটুর একটি রগ ছিড়ে ও হাঁটুর ঘিলা নষ্ট হয়ে ইনফেকশন হয়। শাহবাজপুর প্রবাসী পরিষদের অর্থায়নে ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন সাহেবের তত্বাবধানে, সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল আমার ডান পায়ের অপারেশন হয়꫰ এতে করে পাঁয়ের ডান হাটুর ঘিলা কেটে ফেলে বাম পা থেকে হাড় কেটে ডান পায়ে সংযোগ করে দেয় ডাক্তার। প্রসঙ্গত ডান পা প্রায় ৪” খাটো হয়ে যায়। ফলে বগলী দিয়ে চলাচল করতে হয়। সপ্তাহে প্রায় দুই হাজার টাকার ঔষধ ও প্রতি মাসে চিকিৎসকের পরামর্শ নিতে হয় আমার। পরিবারে মা, স্ত্রী ও দুটি বাচ্চা নিয়ে আমি বড়ই অসহায় তাই লকডাউনের মধ্যে জীবন পার করছি কষ্ট লাঘবো। জীবন যুদ্ধে আমি এখন পান দোকান খুলতে বাধ্য হয়েছি। যদি কোন হৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে আমি আবু জাহেরের জন্য একটু সহযোগিতার হাতকে প্রসারিত করুন পার্সোনাল বিকাশ নাম্বারে যোগাযোগ করতে পারেন 01812 820272