রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ায় তাদের মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা অনেকটাই কমে যায়। তবে এবার কিন্তু মুখোমুখি লড়াইয়ের সেই সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী আগস্ট মাসের ৮ তারিখে জোয়ান গাম্পার ট্রফিতে মুখোমুখি হবে জুভেন্টাস বনাম বার্সালোনা। যদি সেই ম্যাচে মেসি এবং রোনালদো খেলে তাহলে দেখা হয়ে যাবে তাদের।
বার্সার মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এমনটিই জানিয়েছে ইএসপিএন। জুভেন্টাসের হয়ে মাঠে থাকবেন রোনালদো। অন্যদিকে, বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও বার্সাতেই থাকবেন মেসি- এমনটা প্রায় নিশ্চিতই। ফলে ৮ আগস্টে দেখা হয়ে যেতে পারে এই দুই গ্রেটের।

