সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও যুবসমাজের উদ্যোগে টানা ৪০দিন জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করায় ২০জন শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
ঈদুল আযহার পরের দিন পাইগাঁও জামে মসজিদের প্রাঙ্গঁণে অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিদের হাতে উপহার সমুহ তুলেদেন অতিথিবৃন্দ। পাইগাঁও যুবসমাজ গত রমজান মাসে ব্যতিক্রমধর্মী এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে, গ্রামের প্রবাসীরা এতে অর্থায়ন করেন।
পাইগাঁও যুবসমাজের সভাপতি আনোয়ার হোসেন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেক তেলাওয়াত করেন হাফিজ মিনহাজ মাহমুদ।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বকর।
বক্তব্য রাখেন শায়খ আব্দুস সুবহান পাইগাঁওর হুজুর, জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরাদ হোসেন, জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মকর্তা সাজ্জাদুর রহমান, হাজী মর্তুজ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর, মুছাদ্দেক হোসেন ওয়ারিছ, প্রবাসী আমজদ আলী, আব্দুল হক, ছালিক মিয়া, ওয়ারিছ আলী, আব্দুল বাছির, আইন উদ্দিন, মাওলানা মাসুক মিয়া, শাখাওয়াত হোসেন, সুজন মিয়া, প্রবাসী দিলোয়ার হোসেন, উপদেষ্টা মোঃ আব্দুস সবুর, হাজী সাদক আলী,
আর ও উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, ইব্রাহিম আলী, কালাম উল্লাহ, আফরোজ আলী, নাইব আলী, তোফাজ্জুল হক গয়াছ, আনফর আলী, জয়নাল আবেদীন, বশিদ আলী, ফজর আলী, রেজাউল করিম, হাবিবুর রহমান, কৌছর মিয়া, আলী আহমদ, আসকর আলী, আব্দুস সালাম,আশরাফ হোসেন, উলফত আলী, ময়নুল ইসলাম, আঙ্গুর আলম, শাহাব উদ্দিন, আব্দুল কাইয়ুম, আমিন উদ্দিন, জুলফিকার আলি, ছিদ্দিকুর রহমান, দিলোয়ার হোসেন, আইনুল হক, জাকির হোসেন, হাফিজ ইমরান, হাফিজ আবেদ আলী, হাফিজ আলিম উদ্দিন, সফিফক উদ্দিন হাসির, তারিছ মিয়া, আজমল হোসেন, কামরান আহমদ, ইসমাইল হোসেন আলী প্রমুখ।
Jalal-59905