ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা আলিম মাদরাসা ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিকেলে হাটুভাঙ্গা সরকারি খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জালালাবাদ ভিউ টুয়েন্টিফোরের সম্পাদক ও দৈনিক সিলেটের সময় পত্রিকার ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল। আলোচনা সভায় ক্রীড়া সংগঠক এনামুল হক ইমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদরাসার প্রাক্তন ছাত্র আবু তাহেফ শিবলু ও কাবিলুর রহমান সুহেল।
অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন ফজলে রাব্বি ও সালমান আহমেদ।
খেলায় ২০২১ ব্যাচকে ৮ উইকেটে পরাজিত করে বিজয়ী হয় মিক্স দল। ম্যান অব দ্যা ম্যাচ ও টুর্নামেন্ট নির্বাচিত হন মিক্স দলের ময়নুল হক মনু।