হুসাইনি আদর্শ লালন করে তালামীযে ইসলামিয়ার কর্মীদের অন্যায়ের বিরুদ্ধে শির উচু করে দাঁড়াতে হবে
——–মুজতবা হাসান চৌধুরী নুমান
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান বলেছেন, পৃথিবীতে সত্যের সাথে অসত্য, ন্যায়ের সাথে অন্যায়ের দ্বন্দ্ব সৃষ্টির আদিকাল থেকে বিরাজমান ছিলো। কিন্তু সময়ে সময়ে সত্য ও ন্যায়ের পক্ষ নিয়ে অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়বার জন্য অসংখ্য মহান মানুষ নিজের জীবনকে বিসর্জন দিয়ে চরম ত্যাগ-তিতিক্ষার পরীক্ষা দিয়েছেন। কিন্তু আল্লাহর রাসূল (সা.)-এর প্রিয় দৌহিত্র ও জান্নাতি যুবকদের সরদার হযরত হুসাইন (রা.) সত্য ও ন্যায়ের পক্ষে পাপিষ্ঠ ইয়াযিদ বাহিনীর সামনে নিজের শিরকে কুরবানির মাধ্যমে যে ত্যাগ দেখিয়েছেন, এর সামনে অন্য যেকোনো ত্যাগের ঘটনা ম্লান হয়ে যায়। তাঁর এই ত্যাগের ঘটনা আমাদের এই শিক্ষা দেয় যে, মুসলমানরা আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য যে কোন ত্যাগ স্বীকার করতে সর্বদা প্রস্তুত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, মুসলমানরা এই ঘটনা থেকে প্রকৃত শিক্ষা নিতে পারেনি, বরং ইয়াযিদের দোসরদের পাতা ফাঁদে পা দিয়ে নিজের ঈমান ও ঈমানি চেতনাকে বিকিয়ে দিচ্ছে। যার দরুন মুসলমানরা আজ নির্যাতিত ও নিপীড়িত। কিন্তু তবুও আশা শেষ হয়নি, বরং এখনও ঘুরে দাড়ানোর সময় বাকি আছে। সেজন্য হযরত হুসাইন (রা.)-এর চেতনাকে অন্তরে লালন করে ত্যাগের জন্য প্রস্তুতি নিতে হবে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের শির উঁচু করে দাড়াতে হবে।
তিনি ৭ আগস্ট, রবিবার, দুপুরে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা ও ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ‘কারবালার প্রেক্ষাপট : হুসাইনি আদর্শ ও আমাদের শিক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা সভাপতি মো. আব্দুল্লাহ আল মাওসুফের সভাপতিত্বে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা সভাপতি মো আব্দুর রহমান, উপজেলা সাধারণ সম্পাদক জামিল আহমদ ও মাদরাসা সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালিব’র যৌথ সঞ্চালনায় সেমিনারে উদ্বোধকের বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল ওহাব, তালামীযের কেন্দ্রীয় অফিস সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু, সিলেট জেলা আল ইসলাহ সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা হারুনুর রশীদ, সহ-সভাপতি মাওলানা আবু বকর নুরী, সাধারণ সম্পাদক মাওলানা কাজী মাওলানা আব্দুল জলিল, সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু, সিলেট (পূর্ব) জেলার সহ-সাংগঠনিক সম্পাদক লাবিবুর রহমান লাভলু, সংযুক্ত আরব আমিরাত আল ইসলাহ সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, সিলেট (পূর্ব) জেলার সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, আবুদাবী মহানগর আল ইসলাহ সভাপতি কামরুজ্জামান জুয়েল, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আবু সাঈদ মো. সেলিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, মাদরাসা তালামীযের সহ-সভাপতি আব্দুল হামিদ হুমায়দী, সহ-সাধারণ সম্পাদক কাওছার আহমদ, মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক জাবির আহমদ, উপজেলা প্রচার সম্পাদক হারুন আহমদ হিরো, সহ-প্রচার সম্পাদক ঈসমাইল হোসেন, তারেকুল ইসলাম, অর্থ সম্পাদক এনামুল ইসলাম মুন্না, মাদরাসা অফিস সম্পাদক তুহেল আহমদ, উপজেলা সহ-অফিস সম্পাদক ইমরান নূর, প্রশিক্ষণ সম্পাদক মো আব্দুল্লাহ আল মাসরুর, মাদরাসা ছাত্র সংসদের জিএস সৈয়দ মোস্তফা জামান রাফী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ এহসানুল হাসান, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিনহাজ উদ্দিন, শরিফুল ইসলাম, সদস্য রেজান উদ্দিন, সৈয়দ নুরুল মুত্তাকীন, রুবেল আহমদ, আওলাদ হোসেন, আবু বকর সিদ্দিক সামী, মাহমুদুল আলম মাহী, বদরুল হোসেন প্রমুখ।