প্রবাস বাংলা ডেস্ক::
‘জনগণের বন্ধু তুমি’ এই শিরোনামে গত সপ্তাহে একটি ব্যক্তিগত অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সন্তান কাল বাংলার জয় একটি গান রিলিজ করেন।
গানটিতে পল্লব দের সংগীতায়জনে কথা সুর ও কণ্ঠ দিয়েছেন কাল বাংলার জয়। গানটি উৎসর্গ করেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব কে এবং সার্বিক সহযোগিতায় ছিলেন পরদেশী নজরুল।
এ বিষয়ে কাল বাংলার জয় জানান- সিলেট ৩ আসনে সংসদীয় উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জননেতা , হাবিবুর রহমান হাবিব ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি জানি, তিনি অন্তত্য নম্র-ভদ্র হাসিমাখা মুখে সবার সাথে কথা বলেন, আমি আশাকরি উনি এমপি হয়ে আসলে আগামীতে আমাদের সিলেট তিন আসনকে একটি মডেল আসনে রূপান্তিত করবেন সেই আশা-প্রত্যাশা থেকে আমি আমার ব্যক্তিগত চিন্তাধারা থেকে গানটি রচনা করি।
জালালাবাদ / হামিদ/ জুন- ১০