বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু বলেন, মহান আল্লাহ হযরত মুহাম্মদ (সা.)-কে সমস্ত আ’লমের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। তিনি তাঁর হাবীব (সা.)-কে উত্তম গুণাবলীর দ্বারা সজ্জিত করেছেন এবং সকল নবী-রাসূলের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। পূর্বে যেসকল নবী-রাসূল (আ.) এ ধরায় এসেছিলেন তাঁদের সবগুলো গুণ হযরত মুহাম্মদ (সা.)-এর মাঝে বিরাজমান ছিলো। তন্মধ্যে কিছু গুণ ছিলো ব্যতিক্রমী, যা অন্যান্য নবী-রাসূলকে মহান আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হয়নি। মহানবী (সা.)-এর মাধ্যমে নবুওয়াতের সমাপ্তি ঘোষণা, বিশ্বনবী হিসেবে মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব, উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব প্রদান, বিশ্বনবীর জন্য সমগ্র পৃথিবীর মাটিকে পবিত্রতার বৈধতা প্রদান ইত্যাদি ব্যতিক্রমী গুণাবলীর দ্বারা মহান আল্লাহ তাঁর হাবীব (সা.)-কে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আমাদের উচিত বিশ্বনবী (সা.)-এর এসকল শ্রেষ্ঠত্বসূচক ব্যতিক্রমী গুণাবলীকে সবার মাঝে তুলে ধরা।
২ নভেম্বর, মঙ্গলবার, বিকেলে আখালিয়াস্থ মুসলিমনগর হাফিজিয়া ইবতেদায়ি মাদরাসার হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ড শাখা আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক পিয়ার হাসান।
শাখা সভাপতি শাহরিয়ার আহমদ শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামিল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু, শাবিপ্রবির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নায়ীম ও সিলেট মহানগরীর অর্থ সম্পাদক ছায়েম ইবনে খায়ের।
শাখা সহ-সভাপতি শাকিল আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের শাবিপ্রবি শাখার প্রচার সম্পাদক জুবেল আহমদ, নেত্রকোনা জেলা শাখার অর্থ সম্পাদক মিজানুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক সুমন ও মদন মোহন কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুনিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি আব্দুল হাফিজ ইমন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক হাসনাত আহমদ মোস্তাক, অর্থ সম্পাদক মাসুম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুরাদুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু তানজিম মো. আব্দুল্লাহ প্রমুখ।