সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের কানকাস অঙ্গরাজ্যের একটি মহাসহড়ে বৃষ্টির মধ্য দিয়ে এগিয়ে চলছে একটা এসইউভি গাড়ি। হঠাৎ তীব্র বিদ্যুৎ চমকানোতে ঝলসে গেলো চারপাশ।এর পাঁচ সেকেন্ড পর ঠিক গাড়ির ওপর বাজ পড়ার পর আগুনের স্ফুলিঙ্গ ছড়ানোর সাথে সাথে বন্ধ হয়ে যায় গাড়িটি।
ওই গাড়ির পেছনের গাড়ির যাত্রী কার্ল হবি মহাসড়কে বৃষ্টির দৃশ্য মোবাইলের ক্যামেরায় ভিডিও করছিলেন। তার ক্যামেরাতেই ধরা পড়েছে এই বজ্রপাতের ঘটনা।
এ ব্যাপারে কার্ল হবি জানান, বজ্রপাতের পর তারা প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিলেন। পরে তারা গাড়ি থেকে বের হয়ে দেখতে চায় কেউ আঘাত হয়েছে কী না। সবাইকে সুস্থ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা। গাড়ির ধাতব অংশে শরীরের স্পর্শ না লাগায় তারা অক্ষত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তবে গাড়ির যাত্রীদের কোনো ক্ষতি না হলেও বজ্রপাতে গাড়ির ইঞ্জিন একেবারেই অচল হয়ে গেছে বলে জানিয়েছেন কার্ল।