SHWAPNO TRAINING INSTITUTE LTD.”(Spoken English,Freelancing,Digital Marketing, YouTube Marketing, Graphic Design, WordPress Development, )
Spoken English -Spoken English
A complete solution for ” Spoken English”
খুবই সহজ পদ্ধতিতে “Spoken English”কের্সটি করার জন্য এখনি আামাদের সাথে যোগাযোগ করুন।
আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাসগুলা নেওয়া হবে। ২ মাসের এই কোর্সটি করে নতুনভাবে নিজেকে আবিষ্কার করুন।
“Spoken English”কোর্সটিতে ভর্তি হলেই ১ বছরের জন্য “Speakers’ club” Membership free
২ মাসের এই কোর্স করে আপনি ক্রমাগত ইংরেজিতে কথা বলবেন একদম যেভাবে নিজের ভাষায় কথা বলেন।
COVID-19 এর এই দু্র্যোগ কালীন সময়ে একমাত্র আমরাই দিচ্ছি 30% ডিসকাউন্ট এর এই বিশাল সুযোগ।
দেরি না করে এখনি পরের ব্যাচ এর জন্য প্রস্তুতি নিন। ৫/৬ জন একসাথে ভর্তি হলে থাকছে দারুন offer
স্পোকেন ইংলিশ (Spoken English) বর্তমানে এমন একটি গুরুত্বর্পূণ স্কিল যা একজন স্কুলের ছাত্র থেকে শুরু করে বড় বড় কোম্পানীর উচ্চ পদস্থ কর্মকর্তা সকলদের থাকা উচিত। ঠিকভাবে ইংরেজী বলতে না পারার কারনে কতো ধরনের যে সমস্যা সৃষ্টি হতে পারে তা কেবল যারা এই সমস্যাগুলির মুখোমুখি হয়েছেন কেবল তারাই জানেন।
ইংরেজি শেখার প্রয়োজনীয়তা সর্ম্পকে কে না জানে? ইংরেজি একটি আন্তর্জাতিক এবং দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা। এজন্য দেশের বেশিরভাগ মাল্টিন্যাশনাল কোম্পানির অফিশিয়াল ভাষা ইংরেজি। এটি বিশ্বের প্রায় সকল দেশেই প্রচলিত।
আপনি যদি খুব ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারেন, এটি অবশ্যই আপনার চাকরি জীবনে অনেক সহায়তা করবে। অতএব আপনি বুঝতেই পারছেন স্পোকেন ইংলিশ (Spoken English) শেখাটা বর্তমান বিশ্বে আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ।
আমাদের কোর্স সমূহঃ
Spoken English
Freelancing
Digital Marketing
YouTube Marketing
WordPress Development
ইংরেজিতে আাপনার দূর্বলতাকে না বলুন
তাই দেরি না করে আজকেই Admission Confirm করুন।
Location:
লামাবাজার, সিলেট।
ভর্তি সহ যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন. +8801781-451910