সিলেট ৩ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন ফরম গ্রহণ করেছেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।
তিনি আজ (রবিবার) সকালে ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীর সমর্থক এবং সমাজের গুরুত্বপূর্ণ শ্রেণির ব্যক্তিরা।
ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের বলেন- আমি ফেঞ্চুগঞ্জ – বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার সর্বস্তরের জনগণকে এই আশ্বাস দিতে চাই যে আমি জনতার কল্যাণে কাজ করব। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে মানুষ এমপির বাড়ি বাড়ি দৌড়াতে হবে না এখন থেকে এমপি যাবেন জনগণের বাড়ি বাড়ি। এই আশ্বাস দিতে পারি আমার প্রিয় এলাকাবাসী সহ সর্বস্তরের জনগণকে।