সিলেট-৩ আসনের উপ-নির্বাচন বর্জন করল খেলাফত মজলিস। তাদের দলীয় প্রতীক দেয়াল ঘড়ি। শনিবার (১২ জুন) বিকেলে দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপনির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেন খেলাফত মজলিসের সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। এ নির্বাচনে দেয়াল ঘড়ি প্রতীকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন মাওলানা দেলোয়ার হোসেন।
সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি সৈয়দ মশাহিদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেন, এই সরকারের প্রহসনের নির্বাচনে আমরা অংশ গ্রহণ করছি না। খেলাফত মজলিসের নির্বাচন করার পুরোপুরি সক্ষমতা রয়েছে। কিন্তু যে নির্বাচনে জনগণ স্বত:স্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, সুষ্ঠু ভোটের পরিবেশ থাকে না- সে নির্বাচনে খেলাফত মজলিস অংশ গ্রহণ করে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মহানগর শাখার সভাপতি অধ্যাপক বজলুর রহমান, জেলা শাখার সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মাহমুদ ইলিয়াস, সহসভাপতি সাবেক জেলার শামসুল ইসলাম, জেলা সেক্রেটারি মো. নেহাল আহমদ, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির নেতা মাওলানা আলী আসগর, ও মাওলানা ওলিউর রহমান ও জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান প্রমুখ।
বিজ্ঞপ্তি /জালালাবাদ /৪৬৮৮