সিলেট ৩ আসনের উপ-নির্বাচন কে কেন্দ্র করে নির্বাচনে অংশ গ্রহণের জন্য মোট ৫ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মরহুম এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের আসনে লড়তে যাওয়া পাঁচ প্রার্থী হচ্ছেন, আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা হোসেন রুমা।
মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত দিনের বিভিন্ন সময় তারা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।
এসময় তাদের সঙ্গে নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
তবে মরহুম সামাদ চৌধুরীর এলাকা ফেঞ্চুগঞ্জ থেকে কোন ব্যক্তি প্রার্থী হননি।
জালালাবাদ / জুয়েল /৩৫৬৮