সিলেট ৩ আসনে আলোচনায় আছেন প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর সহধর্মিণী ফারজানা চৌধুরী, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু, ডা. এহতেশামুল হক দুলাল, গৌস সুলতান, আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্ম লীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুস শহীদ কাজল, আব্দুল বাছিত টুটুল, শাহ মুজিবুর রহমান জকন, মোস্তাফিজুর রহমান মফুর, আবু জাহিদ, হোসাইন আহমেদ প্রমুখ।
শূন্য হওয়া তিন সংসদীয় আসনের উপনির্বাচন হবে আগামী ১৪ জুলাই। এসব আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ হয়েছে বৃহস্পতিবার। এই তিন আসনে কে প্রার্থী হচ্ছেন তা চূড়ান্ত হবে শনিবার।
শুক্রবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে শনিবার সকাল ১১টায়। সভায় সভাপতি হিসেবে গণভবনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন ঢাকা-১৪ আসনসহ বাকি দুই আসনের নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে।
জাতীয় সংসদের শূন্য ঘোষিত তিনটি আসনের উপনির্বাচনের জন্য মোট ৯৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর মধ্যে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৪ জন, কুমিল্লা-৫ আসনে ৩৫ জন এবং সিলেট-৩ আসনে ২৫ জন।
জালালাবাদ ভিউ / জুয়েল /৫৭৯৯৩