সিলেট জেলা পরিষদের নির্বাচন আগামী ১৭ই অক্টোবর অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন তফসিল সূত্রে জানা যায়, সিলেট জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২ ইং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর ‘ ভোটগ্রহণ হবে ১৭ ই অক্টোবর। সিলেট জেলা পরিষদের ৪ টি ওয়ার্ড রয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে এখনো কোন সাড়া মেলেনি কারও৷ যদিও এতে কিছুটা আলোচনায় রয়েছেন সিলেট জেলা আ.লীগের সহ-সভাপতি শাহ ফরিদ উদ্দিন। এর মধ্যে সিলেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা জেলা পরিষদের অধীনে থাকা ৩ নং ওয়ার্ডের সদস্য পদে মূল আলোচনায় রয়েছেন বর্তমান সদস্য ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস কয়েছ। তিনি নির্বাচনে আবারও অংশ নিতে চান। সিলেট জেলা পরিষদের ৪ টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে ৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন, মাইজগাঁও, উত্তর কুশিয়ারা, উত্তর ফেঞ্চুগঞ্জ ও ঘিলাছড়া। দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়ন। এর মধ্যে ভোট রয়েছে ৮৯ টি (সংশোধিত) । সর্বশেষ উপ-নির্বাচনে ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন কয়েস। আব্দুল আউয়াল কয়েস জালালাবাদ ভিউ কে বলেন, আমি নির্বাচিত হলে জনপ্রতিনিধিদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাব। পাশাপাশি এই ওয়ার্ডে আরও আলোচনায় রয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহিদুর রহমান রোমান, আ.লীগ নেতা বাবু রহমান ও আলোচনায় রয়েছেন।
উল্লেখ্য আব্দুল আউয়াল কয়েস এর পূর্বের নির্বাচনে লটারির মাধ্যমে পরাজিত হন পরবর্তী উপ নির্বাচনে বিজয়ী হোন। এছাড়াও গত উপজেলা পরিষদের নির্বাচনেও চেয়ারম্যান পদে তার বেশ সুর উঠেছিল। কিন্তু পরবর্তীতে তিনি নৌকা প্রতীক পাওয়া শাহ মুজিবুর রহমান জকন কে সমর্থন জানান সংগঠনের নিয়ম অনুযায়ী।