আগামীকাল মঙ্গলবার (১৩ জুলাই) থেকে সিলেটে শুরু হচ্ছে করোনার গণটিকাদান কার্যক্রম।
সিলেট সিটি কর্পোরেশনের পরিচালনায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল দু’টি কেন্দ্রে মডার্নার গণটিকাদান কার্যক্রম চলবে।
সিলেট জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দেওয়া হবে চীনের তৈরি সিনোফার্মের টিকা।
তবে রেজিষ্ট্রেশন ছাড়া যেকেউ এসব স্থানে গেলে পাবেন না টিকা।
সিলেট সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানিয়েছেন আগামীকাল মঙ্গলবার থেকে জেলার ১৩টি উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া হবে।যারা ইতিমধ্যে টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং মোবাইলে ক্ষুদে বার্তা (এসএমএস) এসেছে কেবল তারাই পাবেন।
এছাড়া সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রথম দফায় সিলেট মহানগর এলাকার জন্য যুক্তরাস্ট্রের কোভ্যাক্সের মডার্নার ১৯ হাজার ২০০ ডোজ টিকা এসেছে।
তিনি জানান, প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে টিকা কেন্দ্রে আসতে পারবেন নাগরিকরা। তবে কেন্দ্র পরিবর্তন করে কেউ টিকা গ্রহণ করতে পারবেন না। এবং টিকাগ্রহণকারীর রেজিস্ট্রেশনকৃত মোবাইলে বার্তা না আসলে টিকা নিতে পারবেন না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এদিকে সিসিকের ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যারা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্র থেকে সিনোফার্ম এর ১ম ডোজ টিকা গ্রহণ করেছিলেন তারা ১৭ জুলাই থেকে আলাদা বুথে ২য় ডোজ টিকা গ্রহণ করতে পারবেন।