চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটের লাক্কাতুরা, ফেঞ্চুগঞ্জের মনিপুর চা বাগান সহ ৩ টি ইউনিট আজ শনিবার সিলেটের ফেঞ্চুগঞ্জে মিছিল সহকারে মনিপুর চা বাগান থেকে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাহমুদ উস সামাদ চৌধুরী চত্বরে এবং উপজেলা পরিষদের সামনে অবরোধ কর্মসূচি ও সমাবেশ করে। সমাবেশে শ্রমিক নেতারা বলেন, আমরা শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ভোট দিয়ে আ.লীগ সরকারকে বিজয়ী করেছি। কিন্তু বর্তমান সরকার আমাদের দাবি কেন মানছেনা। আমাদের প্রতিদিন ১২০ টাকা হাজিরা আর দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির মধ্যে আমরা ৩০০ টাকা মজুরি বৃদ্ধি দাবি করছি।
সিলেটের ফেঞ্চুগঞ্জ, জুড়ী, রাজনগর, বড়লেখা, শ্রীমঙ্গল সহ সকল উপজেলায় চা শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।
এদিকে গতকাল অনুষ্ঠিত শ্রমিক- মালিকপক্ষ বৈঠকের কোন সুরাহা না হওয়ার কারণে আন্দোলনের কর্মসূচি আরও বাড়বে বলে সমাবেশে জানান বক্তারা। এ সময় তাদের সাথে একাক্ততা ঘোষণা করেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ। বর্তমানে সিলেটের সকল চা বাগানের চা পাতা তোলার কার্যক্রম বন্ধ রয়েছে।
চা শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সিলেটের স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশের শ্রম মন্ত্রনালয়ের বেধে দেওয়া ১৩৪ টাকা মেনে নেননি চা শ্রমিকদের সংগঠন সহ সাধারণ শ্রমিকরা।