সিলেটের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে । বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে সিলেট শহর ও এর আশেপাশের এলাকায় ভূমিকম্প হয়।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ চৌধুরীর জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো লক্ষ্মীপুর আসাম। এটা সিলেট থেকে দক্ষিণ দিকে পড়েছে। ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ২।
সিলেট নগরীর উপশহরের বাসিন্দা মাহবুবুর রহমানসহ বেশ কয়েকজন জানিয়েছেন, ভূমিকম্পটি মাত ৪/৫ সেকেন্ডের মতো স্থায়ী ছিলো।
সূত্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভারতের মেঘালয়ে।
জালালাবাদ /৪৬৮৮