অসময়ের বন্যায় পুরো সিলেট জুড়ে সামান্য ত্রাণের জন্য হাহাকার চলছে।সরকারী সহযোগীতার পাশাপাশি বেসরকারী পর্যায় থেকেও পর্যাপ্ত সাড়া পাওয়া যাচ্ছেনা।এমতাবস্থায় দেশ-বিদেশ থেকে সকলস্তরের মানুষের পক্ষ থেকে এগিয়ে আসা জরুরী প্রয়োজন।বিশেষ করে সুনামগঞ্জের হাওর অঞ্চলের প্লাবনে প্রায় বাড়িঘর ডুবে গেছে।পানিবন্দী মানুষজন গবাদি পশুপাখি ফেলে নিরাপদ আশ্রয়ে পৌছাতে পারলেও খাদ্য সহযোগীতার আশায় পথ চেয়ে আছে।লাল সবুজ সোসাইটি উদ্যেগ নিয়েছে বন্যা দূর্গতদের সাহায্য করতে।এই উদ্যেগে নিজেদের শামিল করতে পারেন আপনারাও।সহযোগীতার জন্য নিন্মোক্ত বিকাশ নাম্বারে আপনার যেকোন সাহায্য বন্যার্থদের নিকট পৌছে দেয়া হবে।
বিকাশ পার্সোনাল:০১৩১৮-৫০৩৩৯২
নগত পার্সোনাল:০১৭৯৩১৭৩০২৭