ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির কার্যালয় থেকে প্রয়াত ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর ছবি অপসারণ করায় নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুর রকির মন্টু।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তি-তে জানান, এটা অত্যন্ত দুঃখজনক। কেননা প্রয়াত সামাদ চৌধুরী ছিলেন এই ফেঞ্চুগঞ্জের সন্তান। তিনি এই বাজারে অনেক প্রতিষ্ঠান নির্মান করেছেন। এমনকি বাজারকে সুন্দর করার জন্য তিনি অনেক উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার অবদান ভোলার মত নয়। এ কাজের সাথে যুক্ত সকলের আইনানুগ শাস্তির দাবি জানান তিনি।