সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার প্রবীণ মুরব্বী ও বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব এবং লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব খানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু।
তিনি এক শোক বার্তায় জানান- আব্দুল ওয়াহাব খান আমাদের একজন প্রবীন মুরব্বী ছিলেন। আওয়ামীলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তিনি নিজেকে আজীবন জড়িয়ে রেখেছিলেন। তার মৃর্ত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের একজন ত্যাগী নেতাকে আমরা হারিয়েছি। আমি তাহার মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি এবং তাহার আত্মার মাগফেরাত কামনা করি।