গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থমন্ত্রী সিলেটের সূর্য সন্তান আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এবং যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু।
তিনি এক শোক বার্তায় উল্লেখ করেন – আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যু আমাদের সিলেটবাসীকে ব্যথিত করেছে। তার অভাব অপুরণীয়। তিনি ছিলেন একজন সদা সাদা মনের মানুষ। আমি তাহার মৃত্যুতে শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তাহার আত্মার মাগফিরাত কামনা করি।