আর কত টাকা টোল আদায় করলে ঋনমুক্ত হবে সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলার লামাকাজি নামক সুরমা নদীর উপরে নির্মিত এম এ খাঁন সেতু।
ভোগান্তি থেকে মুক্তি পাবে সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রায় ৫০লক্ষ জনসাধারণ। এটাই দীর্ঘদিন থেকে এ দুটি অঞ্চলের সর্বসাধারণের জিজ্ঞাসা।
১৯৮৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ লামাকাজি নামক স্থানে সুরমা নদীর উপরে নির্মিত সাবেক নৌবাহিনীর প্রধান প্রয়াত এডমিরাল মাহবুব আলীর নামে উৎস্বর্গিত (এম এ খাঁন) সেতুটির শুভ উদ্বোধন করেছিলেন। সেতুটি নির্মাণ করতে তৎকালীন সময়ে মোট ব্যয় হয়েছিল ৭০০০০০০০ (সাতকোটি) টাকা। যে দিন থেকে এই সেতুটি উদ্বোধন করা হয়েছিল সেই দিন থেকে টোল আদায় করা শুরু হয়েছিল। দীর্ঘ ৩৬ বছর ধরে এটি অব্যাহত রয়েছে।
দুর্ভাগ্যজনক হলেও সত্য ৩৬ বৎসরেও কি এক অদৃশ্য শক্তির কারণে সাতকোটি টাকার টোল এ অঞ্চলের মানুষ দিতে পারেনি তাই তাদের এই ভোগান্তির লাঘব হয়নি।
বিভিন্ন সময় টোল আদায়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় তাতে করে ঘন্টার পর ঘন্টা এখানে পড়ে থাকতে হয় যাত্রী ও জনসাধারণকে।
স্থানীয় সরকার ও এলজিইডি মন্ত্রণালয়ের প্রতি সিলেটের লামাকাজিতে অবস্থিত এম এ খাঁন সেতুটির টোল আদায় বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে সুদৃষ্টি কামনা করছেন।