সিলেটের সুনামগঞ্জের ছাতক উপজেলার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান একের পর এক গানের মাধ্যমে ভক্তদের হৃদয়ে স্থান করে নিচ্ছেন। সম্প্রতি সারাদেশে ভাইরাল হওয়া ‘জীবন খাতা, আন্দাইর পুরের মানুষ আমি’ সহ এফ এ সুমনের সাথে বেশ কয়েকটি গান তার সুপারহিট হয়েছে। এরমধ্যে চার মিলিয়নের উপরে ইউটিউবে ভিউ হয়েছে জীবন খাতা গানটি।
পাগল হাসান জানান, বর্তমানে
আরও কিছু গান নিয়ে ব্যস্ত সময় পার করছি। শীঘ্রই শ্রোতাদের আরও ভাল কিছু উপহার দিতে চাই।
বাউল সংগীতের আশ্রয়স্থল সিলেটের সুনামগঞ্জ। যেখানে দিরাইয়ে জন্ম বাউল সম্রাট শাহ আব্দুল করিম, ছাতকে সুফী দুরবিন শাহ, আরকুম শাহ সহ অনেক গুণী বাউল শিল্লী। তাদের ধারাবাহিকতায় নিয়মিত তাদের লেখা গান সহ নিজেই গান লিখে তা গাইছেন পাগল হাসান। বলা যায়, হাসান একাধারে একজন সংগীত পরিচালক, গীতিকার ও শিল্লী৷