ব্রিটিশ বাংলা টেলিভিশন পরিবারের পক্ষ থেকে রান্না বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায়দের মাঝে রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।আজ মঙ্গলবার (২১ই জুন, ২০২২ইং) গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ব্রিটিশ বাংলা অনলাইন টেলিভিশনের চেয়ারম্যান, নন্ডন প্রেসক্লাবের সদস্য, চ্যানেল এস এর লন্ডন প্রতিনিধি এবং ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের আজীবন দাতা সদস্য এবং পূর্বভাগ সমাজ কল্যান সংঘের উপদেষ্টা জনাব শহীদ রহমান জামালের উদ্যোগে এবং তাহার পরিবারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায়দের এ রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ।
ভাদেশ্বর ইউনিয়নের ছলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রসহ ইউনিয়নের ছিলিমপুর, মেহেরপুর,তেরাপুর,নুরপুর এবং দক্ষিণ ভাগ গ্রামে প্রায় ৫ শতাধিক অসহায় মানুষের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শহিদুর রহমান জামালের বড় ভাই সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি, ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য হাজী মোঃ জয়নাল আবেদিন। তিনি বলেন, বর্তমানে দেশে মারাত্মক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে যার জন্য সিলেটবাসী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। আমার ভাই শহিদুর রহমান জামাল এবং পরিবারের পক্ষ থেকে আমরা অসহায় মানুষদের সাহায্য করে যাচ্ছি বিগত দিন থেকে। তার ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতিতে এরকম সাহায্য চালিয়ে যাচ্ছি সিলেটের বিভিন্ন অঞ্চলে। আমার ছোট ভাই শহিদুর রহমান জামাল সিলেটের কয়েকটি উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় ক্ষতিগ্রস্থ মানুষকে খাদ্য সামগ্রী এবং ত্রান সামগ্রী দিয়ে সহায়তা করছে। এছাড়াও বিগত দিন করোনাকালীন সময়েও আমাদের পরিবার হতদরিদ্রদের সহায়তা করে গেছে এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা লিপ্ত রয়েছি। পরিশেষে, বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায়দের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি।
এছাড়াও এ খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার পরিবেশ সাংবাদিক সোসাইটি”র সিলেট বিভাগীয় সভাপতি মোঃ দাঁরা খান, মিডিয়ার পরিচিত মুখ অন্যতম ব্যাক্তি মোঃ আশরাফ হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আহমদ, সমাজসেবক হিরা মিয়া,জয়নুল আহমদ, জয়নাল মিয়া, তরুণ সমাজকর্মী ইমরানুল ইসলাম ছদরুল,ছাদি চৌধুরী, নাদিম আহমদ জনপ্রিয় ফুটবল খেলোয়াড় শাকিল আহমদ প্রমুখ।