অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাবিবকে ফাকা মাঠে গোল দিতে বারন করার জন্য নিজেই দাঁড়িয়েছেন নির্বাচনে।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বহিষ্কার হলেন নির্বাচনে অংশ নিতে গিয়ে। শেষ পর্যন্ত ভরসার হাতছানি তাকে ছেড়ে পালিয়ে গেল। যেই শফি এ চৌধুরী গত জাতীয় নির্বাচনে লক্ষাধিক ভোট পেয়েছেন এর পূর্বেও লক্ষাধিক ভোট পেয়ে সংসদ সদস্য ছিলেন তিন আজ নির্বাচনে প্রায় সকল সেন্টারের মধ্যে ৫০ এর অধিক কেন্দ্রে ১০-২০ টির মত ভোট পেয়েছেন।
তার ভোটের তালিকা মহাজোটের শরীক দল লাঙ্গল মার্কার আতিকের ধারে কাছেই নেই তিনি।
এ পর্যন্ত শফি চৌধুরী প্রায় ১০০০ ভোট পেয়েছেন।